রাজ্যসভায় যাচ্ছেন না প্রশান্ত কিশোর, জানাল আইপ্যাক টিম

0
134

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২০২১বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পর জল্পনা শুরু হয় যে, প্রশান্ত কিশোর এবার সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন। এবার সেই জল্পনার অবসান ঘটাল প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক।

pk | newsfront.co
প্রশান্ত কিশোর। ফাইল চিত্র

উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে এনেছিল তৃণমূল। এবার নির্বাচনে তার পরামর্শেই জয়লাভ করে দল। এরপরেই গুঞ্জন শোনা যায়, প্রশান্ত কিশোরকে রাজ্যসভার সদস্য করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ১৫মে পর্যন্ত জনতা কার্ফু জারি মধ্যপ্রদেশ সরকারের

প্রসঙ্গত, রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদী ভোটের পূর্বে বিজেপিতে যোগ দেওয়ায় এবং রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বিধানসভায় নির্বাচিত হওয়ায় এই দুটি আসন শূন্য রয়েছে রাজ্যসভায়। আর দুটি আসনেই কাউকে বসাতে হবে তৃণমূলকে আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। অপরদিকে উঠে এসেছে আরও একটি নাম।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাও বিধানসভার নির্বাচনের পূর্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মনে করা হচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যসভায় চাইছে তৃণমূল কারণ যশবন্ত সিনহা এখন বিজেপি বিরোধী।তবে পিকে -র টিম থেকে জানানো হয়েছে, তার রাজ্যসভার সদস্য হওয়ার খবর সত্য নয়, সম্পূর্ন কল্পনাপ্রসূত। প্রশান্ত কিশোরকে রাজ্যসভার কোনো টিকিট দেয়নি তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here