এত বড় আনন্দ সংবাদ ক্ষণিকের জন্য আমাকে কিংকর্তব্যবিমূঢ় করে দেয়

0
429

উচ্চমাধ্যমিকের মেধাতালিকার পঞ্চম স্থানাধিকারী শুভাশিস ঘোষ লিখল নিউজফ্রন্টে

আমি বহরমপুর জে.এন.একাডেমীর ছাত্র। পঞ্চম শ্রেণী থেকে যে যাত্রার শুভ সূচনা হয়েছিল আজ তার অন্তিম লগ্ন। উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার যে অনাবিল আনন্দ তা হয়ত মুখে প্রকাশ করা যায় না, অন্তর থেকে শুধুমাত্র অনুভব করা যায়।গত কাল উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পর মায়ের মুখে প্রথম জানতে পারি যে আমি রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছি। হঠাৎ করে এত বড় আনন্দ সংবাদ ক্ষণিকের জন্য আমাকে কিংকর্তব্যবিমূঢ় করে দেয়। যার কাছে পড়াশোনায় হাতে খড়ি যিনি আমার প্রতিটি সুখ-দুঃখ-আনন্দ-বিষাদ-অবসাদের সাক্ষী তাঁর কাছ থেকে এই সংবাদ শুনেই আমি খুশি। আমার প্রাপ্ত নম্বর ৪৮৬। পদার্থ বিদ্যা আমার প্রিয় বিষয়। সেই বিষয় ও তার সঙ্গে অঙ্কে আমি একশ পেয়েছি। বাণীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা তপন কুমার ঘোষ  এবং নিমতলা নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষিকা মা মিতা ঘোষের স্বপ্ন সফল করে আমি গর্বিত। বিদ্যালয়ের শিক্ষক, গৃহ শিক্ষক এবং বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমার সফলতা। ছোটবেলা থেকেই পদার্থবিদ্যার প্রতি আমার অনুরাগ। তাই ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়েই এগিয়ে যেতে চাই। অবসরে ক্রিকেট খেলা, ছবি আঁকা এবং কার্টুন দেখাই আমার রোজকার জীবন।
আমি চাই আমাদের বিদ্যাল্যের আরও অনেক ছাত্র সাফল্য পাক। তারা নিজের মেধা সকলের সামনে আনুক।তবে হ্যাঁ ক্লাসে পাশ ফেল তুলে দেওয়ায় খানিকটা পড়াশোনার ক্ষতি হয়েছে। কিন্তু শুভ বুদ্ধি আজ ও জাগ্রত।হয়ত আবার একদিন তা ফিরেও আসবে। তবে সাফল্য সময় কখনো কোনদিনই হয়ত থেমে থাকে না। জীবন তার বহতা নদীর মতো বয়ে যায়… আমিও ব্যতিক্রম নই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here