মনিরুল হক, কোচবিহারঃ
গত শনিবার রাজ্য বিজেপি’র যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ সহ এক ঝাঁক তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করবেন।
পাশাপাশি তিনি বলেন, সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, সহ একঝাঁক তৃণমূল নেতানেত্রীর বিজেপিতে আসা সময়ের অপেক্ষা।
কিন্তু রবিবার এই দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তাদের কথায়, এ দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
আরও পড়ুনঃ গোয়ালাপুকুরে তৃণমূলের সভা থেকে বিজেপিকে তোপ দলীয় নেতৃত্বের
এদিন সৌমিত্র খাঁকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘সৌমিত্র খাঁ দিবাস্বপ্ন দেখছে। তৃণমূলের নেতা ছিল সৌমিত্র। বিজেপিতে গিয়ে ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়েছে। আর আমি বিষ খেয়ে মরব, তবু একটা উগ্র সাম্প্রদায়িক দল বিজেপির ধারে কাছে যাব না।’
এদিন তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তথা কোচবিহারের তৃণমূল যথেষ্ট পরিমাণে শক্তিশালী। এবং তৃণমূলকে ভাঙা অত সহজ নয়। আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”
আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বহাল থাকছে শুভেন্দুর সরকারি নিরাপত্তা
উল্লেখ্য, শুক্রবার সাংসদ নিশীথ পরামানিকের হাত ধরে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতা বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন কোচবিহার দক্ষিণের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। এমন আর কেউ কি বিজেপিতে আসছেন ? এই প্রশ্নের উত্তরে শনিবার সৌমিত্র খাঁ বলেছিলেন, “শুভেন্দু অধিকারীর দিক থেকে একটি ইতিবাচক সাড়া আমরা লক্ষ্য করতে পারছি।
এছাড়া লাইনে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ আরও অনেকে। তারাও যে কোনও সময়ে দল বদল করতে পারেন। তবে তাদের বিজেপিতে নেওয়ার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584