কাশ্মীরে সরকারের ভূমিকার প্রতিবাদে পদত্যাগী আইএএস গোপীনাথানের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

0
142

নিউজফ্রন্ট, ওয়েবডস্কঃ

এবার প্রাক্তন আইএএস অফিসার কন্নান গোপীনাথানের বিরুদ্ধে বিধি ভঙ্গ করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে চার্জশিট জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

উল্লেখ্য, তার বিরুদ্ধে আনা একাধিক চার্জের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই চার্জশিটে জানানো হয়েছে হতবুদ্ধিকর ভাবে কেন্দ্র সরকারের সাথে অন্যান্য সংস্থার এমনকি বিদেশী রাষ্ট্রের সম্পর্ককে এক করে ফেলেছেন তিনি। পাশাপাশি ওই চার্জশিটে আরো জানানো হয় ,” অননুমোদিতভাবে তিনি প্রিন্ট ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিভিন্ন পলিসি নিয়ে মুখ খুলেছেন।”

ias gopinathan protest to kashmir government | newsfront.co
কান্নান গোপীনাথান। চিত্রঃ ফেসবুক

আগামী ১৫ দিনের মধ্যে এই চার্জশিট প্রত্যুত্তর চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । তার চার্জশিটের একটি কপি টুইটারে শেয়ার করে কন্নান গোপিনাথান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আক্রমণ করে জানান ,” এ ধরনের চিত্র তৈরি করা আপনাদের কাজ । আমার কাজ এটা নয় । তবে এটা জেনে খুশি হলাম যে আপনারা ওই ব্যাপার গুলো লক্ষ্য রাখছেন । এবং আশা করি ধীরে ধীরে আপনারা মৌলিক অধিকার সম্পর্কে শিখে যাবেন ।”

উল্লেখ্য গত বছর কেরালার বন্যার সময় নিজের পরিচয় গোপন রেখে এই আমলা ১০ দিনে পাঁচটি জেলায় ত্রাণ কাজে যোগ দিয়েছিলেন ।

বন্যা কবলিত অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন বিভিন্ন ত্রাণ সামগ্রী । পরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হলে তার আসল পরিচয় সামনে আসে এবং রাতারাতি তিনি হিরো হয়ে ওঠেন । কাশ্মীরে মৌলিক অধিকার হরণের প্রতিবাদে গত ২১ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিনি লিখিতভাবে ইস্তফা পত্র জমা দেন ।

আরও পড়ুনঃ পদত্যাগ করলেন প্রভোস্ট, কাঙ্খিত জয় জেএনইউ শিক্ষার্থীদের

উল্লেখ্য এরপর থেকে কাশ্মীরে ৩৭০ ধারা উচ্ছেদের প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তিনি লেখালেখি শুরু করেন ।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার এই প্রতিবাদের কারণে তার বিরুদ্ধে চার্জশিট এনেছে কেন্দ্রীয় । ১৯৬৯ এর অল ইন্ডিয়া সার্ভিস রুলের ৮ নম্বর রুল অনুযায়ী তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here