কুনোর হোমের অনাথদের কাছে সান্তা কালিয়াগঞ্জ থানার আইসি

0
40

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর সি এন সি পির হোমে থাকা ১৩ জন অনাথ অসহায় শিশুরা সব কিছু ভুলে বড়দিনের আনন্দে মেতে উঠলো। বুধবার নিজের সকল কাজ ফেলে হোমের অসহায় শিশুদের কাছে ছুটে গেলেন কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই। এদিন সান্তা সেজে অসহায় শিশুদের তিনি নানান উপহারও তুলে দেন।

হোমের ছেলেদের সাথে বড় দিনের আনন্দ ভাগ করে নিতে এদিন কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই ছাড়াও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী জ্যোতির্মযা নন্দ মহারাজ, কুনোর হোমের সুপার তপন কুমার মাইতি সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিগণ।

সান্তার বেশে পুলিশ আধিকারিক। নিজস্ব চিত্র

কুনোর হোমের সুপার তপন কুমার মাইতি বলেন কালিয়াগঞ্জ থানার আইসি আশীষ দলুই হোমের প্রত্যেক ছেলেদের জন্য বড়দিনের উপহার স্বরূপ প্যান্ট, স্যান্টাক্লজের টুপি, কেক সবার জন্য ব্যবস্থা করলে হোমের ছেলেরা প্রচন্ড খুশি হয়।হোমের ছেলেরা সব কিছু মিলে বড় দিনের আনন্দ ভীষণভাবে উপভোগ করে।হোমের ছেলেরা উপস্থিত সবাইকে বেশ কিছু খেলাধুলা প্রদর্শন করলে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ বলেন হোমের ছেলেদের বাড়ি যেখানেই হোক ওদের বাবা মা যেখানেই থাকুক না কেন হোমের এই ছেলেদের নিজের বাড়ির ছেলে বলেই মনে করে থাকি।ওদের জন্য কষ্ট হলেও আইনে আমরা সবাই বাধা।সুপার তপন মাইতি বলেন তার একটি দুটি নয় ১৩টি ছেলে। তপন বাবু বলেন এই ছেলেদের তার নিজের ছেলেদের চেয়ে কোন অংশেই কম ভালোবাসিনা। ওরা আইনের বেড়াজাল থেকে বেরিয়ে যাবার পর নিজ নিজ বাড়িতে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে বড় দিনে তিনি ওদের জন্য এটাই যীশুর কাছে প্রাথনা করেন।

কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন, সবাই যখন বড় দিনের আনন্দে গির্জায় যায় আমি তখন ভেবেছি কুনরের হোমের ছেলেদের সাথে অনেকটা সময় কাটিয়ে ওদের সাথে বড় দিনের আনন্দ উপভোগ করবো। আর সেটাই করে প্রচন্ড ভালো কেটেছে আমার বড় দিনের উৎসব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here