অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা সময়ে ২০২২ মহিলা বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। নিউজিল্যান্ডে হবে এই টুর্নামেন্ট ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল অবধি হবে মহিলা বিশ্বযুদ্ধ। ভারত নিজেদের অভিযান শুরু করবে ৬ মার্চ কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে ।
অবশ্য পরের ম্যাচ খেলতে হবে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর ১২ মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১৬ মার্চ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর ১৯ মার্চ অস্ট্রেলিয়া ২২ মার্চ ফের একটা কোয়ালিফায়ার ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক মিতালি রাজ আশাবাদী তার দল বিশ্বকাপে ভালো পারফর্ম করবে বিশ্বকাপে। পুরনো ক্রীড়াসূচি অনুযায়ী আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করার কথা ছিল আইসিসির। কিন্তু করোনার জন্য এক বছর পিছিয়ে যায়।
আরও পড়ুনঃ বিরাটের স্ত্রীর পাশে দাঁড়ানোকে সমর্থন স্মিথের
পরের বছরের শেষে যেহেতু ভারতের মাটিতে পুরুষদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা, তাই মহিলাদের এই টুর্নামেন্টটি গোটা এক বছর পিছিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের মোট ৬টি শহরে ম্যাচগুলি আয়োজিত হবে। প্রথম ম্যাচ আয়োজক নিউজিল্যান্ড একটা কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে খেলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584