নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আইসিডিএস কর্মী পদে পরীক্ষা বিভ্রাটের জের! ফের জেলার আট কেন্দ্রে পরীক্ষা নেবে আলিপুরদুয়ার জেলা আইসিডিএস বোর্ড। আগামি ১০ ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষা হবে। শুক্রবার জেলা বোর্ডের বৈঠকের পর এই কথা বলেন জেলা আইসিডিএস বোর্ডের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মা।
এদিন ডুয়ার্স কন্যায় বৈঠকের পর মোহন শর্মা বলেন, “জেলায় যে আটটি কেন্দ্রে পরীক্ষার্থীদের অসুবিধে হয়েছিল সেই আটটি কেন্দ্রে আমরা ফের আইসিডিএস কর্মী পদে পরীক্ষা নেব। ১০ ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। আমি যতদিন আইসিডিএস বোর্ডের চেয়ারম্যান আছি স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব।”
আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো’র
উল্লেখ্য, ১৬ জানুয়ারি আলিপুরদুয়ার জেলায় আইসিডিএস কর্মী পদে নিয়োগের পরীক্ষা হয়। ৮৯ পদে পরীক্ষা দিয়েছিলেন জেলার প্রায় ৩০ হাজার মহিলা পরীক্ষার্থী। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও বেলা ২ টা পর্যন্ত অনেক কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায় নি। গোটা জেলায় ব্যাপক বিশৃংখলা তৈরি হয়। রাস্তা অবরোধ করেন পরীক্ষার্থীরা। ব্যাপক হই হট্টগোল হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584