নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাসে সরকারিভাবে সান্মানিক যে পরিমান টাকাই পেয়ে থাকুননা কেন, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে পারেননি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শুক্রবার ২০ হাজার টাকা দিলেন রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী।
আরও পড়ুনঃ জেলা পরিষদের নেতৃত্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ওয়ার্ডবাসীদের
এমনিতেই গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় দুঃস্থদের মুখে খাবার তুলে দেওয়ার কাজই করে থাকেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবা দেওয়া ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাঁরা। মাসে পান তিন হাজার টাকা। এই সামান্য আয় থেকেই রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা করোনা মোকাবিলায় তৈরি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিলেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা উত্তর দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট অতনু বিশ্বাসের হাতে চেক তুলে দেন। এদিকে,করনদিঘির কামরতোর হাইস্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্য মিলিয়ে ৩০ জন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584