নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সুসংহত শিশু বিকাশ প্রকল্প আই সি ডি এস প্রকল্পের বেসরকারীকরন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের মিশনকোড কে রুখে দেওয়ার জোরদার আন্দোলনের শপথ নিয়ে আই সি ডি এস কর্মী ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটর নবম সম্মেলন হল শনিবার।
মেদিনীপুর শহরে এক বর্নাঢ্য মিছিলের মধ্যদিয়ে এই সম্মেলনের প্রারম্ভিক সূচনা হয়। শহরের লোধাস্মৃতি ভবনে সংগঠনের পতাকা উত্তোলন সঙ্গে শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচীর পর সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়।
জেলার ২৪ টি ব্লক থেকে দু শতাধিক নির্বাচিত প্রতিনিধি অংশ গ্রহন করেন।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা রত্না দত্ত। তিনি তার বক্তব্য এমন কাজে যুক্ত মহিলাকর্মী এবং সহায়িকাদের উপর কেন্দ্র ও রাজ্য দুই সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গি, ভ্রান্ত পদক্ষেপ, বৈষম্য সহ নায্য পাওয়ানা তথা সুপ্রিম কোর্টের রায় অনু্যায়ী ন্যূনতম বেতন কাঠামো চালু না করার তীব্র সমালোচনা করেন। কর্পোরেট, শিল্পপতির কর ছাড় হয়, ঋন মুকুব হয়, বেসরকারীকরনের মোড়কে দেশের সম্পত্তি লুঠ হয়, তার দায়ভার জনগনের উপর চাপিয়েও দেশের অর্থনীতিকে দেউলিয়াতে নিয়ে যায়। শ্রমিক কর্মচারীর নায্য পাওয়ানা, দাবীকে ও তার আন্দোলনকে দমন করতে সংবিধান স্বীকৃত অধিকারকে খর্ব করতে আইন সংশোধনের নামে কর্পোরেট, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার তাবেদারী করে এই সরকার। কৃষক শ্রমিক সহ বেকার যুবকদের রুটি রুজির উপর চরমতম অর্থনৈতিক আক্রমন নামিয়ে আনা হয়েছে। বাদ নেই দেশের সমস্ত ক্ষেত্রের মানব উন্নয়ন প্রকল্পের কর্মীদেরও উপর এই আক্রমণ।

এর বিরুদ্ধে আগামী ৮ ই জানুয়ারী দেশজুড়ে বামপন্থী দলগুলির সাধারন ধর্মঘটের বিষয় বস্তুগুলি তুলে ধরে তিনি বলেন, এই ধর্মঘটকে সর্বাত্মক করার লক্ষ্যে আইসিডিএস কর্মীরাও সক্রিয় ভাবে ময়দানে থাকবেন। কারন ন্যুনতম মাসিক মজুরী ২১ হাজার টাকা, নয় হাজার টাকা ন্যূনতম পেনশন এই দাবী এই প্রকল্পের সমস্ত কর্মচারীর। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজের গ্যারান্টি, অবসর সময় কর্মীদের তিন লক্ষ, সহায়িকাদের দুই লক্ষ এক কালীন প্রদান দাবী আদায়ের লড়াই এর ধর্মঘটের দাবীগুলির মধ্যে রয়েছে।
আরও পড়ুনঃ পুলিশী উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফেরত পেল ব্যবহারকারীরা
সম্পাদকীয় প্রতিবেদনের উপর ২৪ জন প্রতিনিধি আলোচনায় সময় এমন বিষয়গুলিকে সমর্থন সহ প্রতিটি কেন্দ্রে পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন এবং মা, শিশুদের জন্য উন্নতনানের সুষম খাদ্য ও তার পরিমান বাড়ানোর দাবীর আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দেন। সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেত্রী মলিনা ঘোষ, হেনা সৎপতি এবং সি আই টি ইউ জেলা সম্পাদক বিশ্বনাথ দাস। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দীপক সরকার সহ প্রমুখ।
সম্মেলন থেকে ৫১ জনের জেলা কমিটি এবং ১৩ জনের জেলা কার্য্যকরী কমিটি গঠিত হয়। সম্পাদিকা নির্বাচিত হয়েছেন শুক্লা ঘোষ এবং সভানেত্রী হয়েছেন ডালিয়া ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584