নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রকাশিত হল ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। একইসঙ্গে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইএসই)-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষারও ফলপ্রকাশ হয়েছে। বোর্ড সূত্রে খবর, সিআইএসসিই’র সরকারি ওয়েবসাইটে দেখা যাবে ফল। তবে এখনই রেজাল্ট হাতে পাবে না পরীক্ষার্থীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেওয়া হবে রেজাল্ট।
দশম শ্রেণি আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৯.৩৩ শতাংশ। এই পরীক্ষায় অকৃতকার্য এক হাজারের কিছু বেশি। মোট পরীক্ষা দিয়েছিল ২০৬,৫২৫ জন। রাজ্যে কৃতকার্য ২৪ হাজারের বেশি। দ্বাদশ শ্রেণির আইএসই পরীক্ষায় পাশের হার ৯৬.৮ শতাংশ। অভূতপূর্ব পরিস্থিতির কারণে চলতি বছর মেধাতালিকা প্রকাশ করছে না কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইসিএসই)।
আরও পড়ুনঃ ফেসবুক-ইনস্টাগ্ৰাম সহ ৮৯ টি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় সেনা
রেজাল্ট দেখার জন্য প্রথমে সিআইএসই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আইসিএসই বা আইএসসি বেছে নিতে হবে। এরপর নিজের ইউআইডি, ইনডেস্ক নম্বর এবং ক্যাপচা দিতে হবে। এরপর শো রেজাল্ট-এ ক্লিক করতে হবে। আর তারপরই স্ক্রিনে রেজাল্ট দেখাবে। এছাড়া এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584