নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ-এর দাপট অব্যাহত, প্রতিদিন রেকর্ড ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বহু রাজ্যে সাময়িক লকডাউন জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। এই ভয়াবহ পরিস্থিতিতে সিআইএসসিই(CISCE) বাতিল করলো আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষা ও পিছিয়ে দেওয়া হলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। জুন মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে নেওয়া হবে সে সিদ্ধান্ত, এক বিজ্ঞপ্তি জারি করে জানালো সিআইএসসিই।
গত সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে কাউন্সিলের তরফে জানানো হয়েছিল দুটি পরীক্ষাই আগামী ৪মে পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। সোমবার গভীর রাতে নতুন বিজ্ঞপ্তি জারি করে দশম শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয় কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” ক্রমশ অবনতি হওয়া কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে আইসিএসই (দশম শ্রেণী) পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে। আপাতত স্থগিত রাখা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। জুন মাসের প্রথম সপ্তাহে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আইএসসি(দ্বাদশ শ্রেণী) পরীক্ষা কবে কিভাবে নেওয়া হবে তা জানানো হবে। পড়ুয়া , শিক্ষক, শিক্ষাকর্মী এদের সকলের সুরক্ষা ও শারীরিক সুস্থতা আমাদের অগ্রাধিকার।” কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট- এর প্রধান জেরি এ রাথুন এর স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তিতে যেসব স্কুলে দ্বাদশ শ্রেণী পড়ানো হয় সেই সব স্কুল কর্তৃপক্ষকে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু করার নির্দেশ ও দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584