আজকের শীতকালীন অধিবেশনে সরকার ও বিরোধী দুই পক্ষের প্রধান হাতিয়ার কৃষি বিল

0
47

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আজ শুরু হয়েছে শীতকালীন সাংসদ অধিবেশন। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে হুইপ জারি করে লোক সভা ও রাজ্য সভার সমস্ত সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আজকের অধিবেশনে আলোচনার পুরোটাই জুড়ে থাকছে কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি। ইতিমধ্যে মন্ত্রী সভায় কৃষি আইন প্রত্যাহার হয়ে গেছে। আজ সাংসদ ভবনে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার জন্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও আর কয়েকটি বিল পেশ করার পরিকল্পনা আছে ক্ষমতাসীন দলের।

Parliament

অন্যদিকে বিরোধী দলগুলোও প্রস্তুত হয়ে এসেছেন সরকারকে চেপে ধরার জন্য। বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সাংসদ কাঁপাবেন বলে আশাবাদী রাজনৈতিক মহল। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের সাংসদরা ইতিমধ্যে ১০ টি ইস্যু প্রস্তুত করেছেন। আজকের শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রায় এক মাস ধরে চলা এই অধিবেশনে ২৬ বিল নিয়ে আলোচনা করবে বিজেপি সরকার বলে জানা যায়।

গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন কৃষি আইন প্রত্যাহারের কথা। সেই মোতাবেক আজকের অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি তুলে ধরবেন। বিষয়টি বিরোধীরা সমর্থন জানাবেন। পাশাপাশি বিরোধীরা বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করবে। কারণ কৃষকদের জাতীয় স্বার্থকে গুরুত্ব না দিয়ে এমন এক বিতর্কিত আইন এনে গোটা কৃষি সমাজে অস্থিরতা তৈরি করেছেন সরকার। তাই বিরোধীদের দাবি, পাঞ্জাব, উত্তর প্রদেশ এর নির্বাচনের কথা মাথায় রেখে তাদের দলীয় স্বার্থ বজায় রাখতে এখন কৃষি বিল প্রত্যাহার করছে সরকার।

আরও পড়ুনঃ “কৃষি আইনের মতই সরকার প্রত্যাহার করুক সিএএ”, দাবি এনডিএ সহযোগী এনপিপি-র

এছাড়াও তাদের দাবি, বছর খানেক ধরে চলমান কৃষি আন্দোলনে প্রায় ৭০০ জন কৃষককের মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাবে তারা। পাশাপাশি ফসলের সঠিক নায্য মূল্যে নির্ধারণের জন্যে দাবি করবেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here