লোকসভায় পাস ‘কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১’, শহীদ কৃষকের উদ্দেশ্যে জয় উৎসর্গ টিকায়েতের

0
55

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে লোকসভায় পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। গত ২০ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবে কেন্দ্র এবং প্রতিশ্রুতি দেন সংসদের আগামী অধিবেশনেই কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে।

Parliament

সেই অনুযায়ী সোমবার অধিবেশনের প্রথম দিনে পেশ করা হয় কৃষি আইন প্রত্যাহার বিল। তা পাসও হয়ে গিয়েছে লোকসভায়।

কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত এদিন জানান,কৃষি আইন প্রত্যাহারের যে পদ্ধতি আজ শুরু হল তা এই আন্দোলনে শহীদ হওয়া ৭৫০ জন কৃষকের উদ্দেশ্যে উৎসর্গ করছেন তাঁরা। তবে নূন্যতম সহায়ক মুল্য ও আরও কয়েকটি বিষয়ে জটিলতা এখনো কাটেনি তাই আন্দোলন জারি থাকছে।

আরও পড়ুনঃ “কৃষি আইনের মতই সরকার প্রত্যাহার করুক সিএএ”, দাবি এনডিএ সহযোগী এনপিপি-র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here