বের হল ICSE, ISC রেজাল্ট; এগিয়ে মেয়েরা

0
268

ওয়েবডেস্কঃ-

বের হল আইসিএসই বোর্ডের(ICSE) অর্থাৎ দশম ও আইএসসি বোর্ডের(ISC) অর্থাৎ দ্বাদশ শ্রেণীর  রেজাল্ট। সামগ্ৰিক ভাবে, শতকরা পাশের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে আছে।

রেজাল্ট চেকআপ করতে ব‍্যস্ত

ক্লাস টেনে পাশের হার ৯৮.৫১%ক্লাস টুয়েল্ভে পাশের হার ৯৬.২১ শতাংশনভি মুম্বাইয়ের সেন্ট মেরি আইসিএসই স্কুলের শ‍্যায়াম দাস দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। অপরদিকে মুম্বাইয়েরই অভিযান চক্রবর্তী শতকরা ৯৯.৪ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্হান অধিকার করে।

ICSEত প্রথম নভি মুম্বাইয়ের শ‍্যায়াম দাস

ICSE ও ISC দুই ক্ষেত্রেই শতকরা পাশের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে আছে। ICSI-তে ছাত্রীদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.১৫ শতাংশ। আইএসসিতেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ‌যেখানে ৯৭.৬৩ শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার ৯৪.৯৬ শতাংশ।

ISCতে প্রথম অভিযান চক্রবর্তী

পরীক্ষার্থীরা নিচের cisce.org এবং  examresults.net এই ওয়েবসাইটে ফল দেখতে পাবে ।

জলন্ধরের কণ‍্যা জেসমিন চাহাল  ICSEতে যুগ্ম ভাবে দ্বিতীয়

আবার আইসিএসই অথবা আইএসসি লিখে পরীক্ষার্তী ৭ সংখ্যার ইউনিক আইডি টাইপ করে ০৯২৪৮০৮২৮৮৩ এই নম্বরে পাঠিয়ে দিতেও
এস এম এস মারফত রেজাল্ট দেখতে পারা  যাবে।

(ছবি-সংগৃহীত)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here