একটু স্পর্শ দরকার! কোভিড রোগীকে জড়িয়ে ধরে আশ্বাস দিলেন চিকিৎসক

0
139

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

corona patient  | newsfront.co
মর্মস্পর্শী। ছবিঃ ফেসবুক

কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক বৃদ্ধ। শারীরিক ও মানসিক কষ্টের জেরে ভেঙে পড়েছিলেন তিনি, বুকে জড়িয়ে ধরে সাহস জোগালেন চিকিৎসক। বুঝিয়ে দিলেন সবসময় পাশে আছেন তাঁরা। একেই বোধহয় বলে ‘ম্যাজিক মোমেন্ট’ সেই মুহুর্ত ক্যামেরাবন্দি হয়ে সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হলো।

আরও পড়ুনঃ হরিয়ানায় ধর্মান্তরিত হয়ে হিন্দু তরুনীকে বিয়ে করলেন মুসলিম যুবক

ছবিটি আমেরিকার হিউস্টনের একটি হাসপাতালের। ছবিতে দেখা যাচ্ছে কোভিড আক্রান্ত এক বৃদ্ধকে জড়িয়ে ধরেছেন চিকিৎসক। পিপিই কিট পড়ে রয়েছেন তিনি। এই ছবিটি থ্যাঙ্কস গিভিং ডে তে তোলা। গেটি ইমেজের ফোটোগ্রাফার গো নাকামুরা ছবিটি তুলেছেন। ছবিটি নাকামুরা নিজের ফেসবুক প্রোফাইলে দিতেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ প্রকল্পে প্রথম দিন জমা পড়ল ৩ লক্ষের বেশি আবেদনপত্র, অভিভূত মুখ্যমন্ত্রী

ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক ডাঃ বরুণ দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন এক বৃদ্ধ, তাঁকে বলতে শোনা যায়, “আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই।“ ডাঃ বরুণ গত ২৫১ দিন ধরে টানা কাজ করছেন, হাসপাতালের কোভিড রোগীদের তিনিই দেখাশোনা করেন।

ডাঃ বরুণ জানান, কোনো কোনো সময় একটা স্পর্শ দরকার হয়। তিনি শুধু রুগীকে জড়িয়ে ধরে বলেন যে, উনি নিশ্চয় ঠিক হয়ে যাবেন। ডাঃ বরুণ জানান, কোভিড রোগীরা যেহেতু আইসোলেশনে থাকেন, স্বাভাবিক ভাবেই তাঁদের মধ্যে মানসিক অবসাদ দেখা দেয় বেশিদিন থাকলে, তাই প্রয়োজন একটু সহমর্মিতার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here