নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:ওরা চার জন। একটু অন্যরকম, পেশা না নেশায় আছে নতুন কিছু করার। শুরুটা চার বছর আগে ,একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছিল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। সিনেমা করবো ছোট দৈর্ঘ্যের হোক ক্ষতি নেই । ছোট দিয়ে শুরু করে দেখা যাবে আদো মরা গাছে জল পড়ছে নাকি ঠিক ঠাক ভাবে মহীরুহ সৃষ্টিতে মেতে উঠছে সবাই।
নামটা শুনলে একগাল হাসি নিয়ে ভুরু কুঁচকে আপনিও জিজ্ঞেস করবেন কি? ঠিক শুনলাম? “ইডিয়টস বক্স” হুম এতক্ষণ এদের কথা বলছিলাম । এ বছর তাদের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “আয়না” মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেমিফাইনালে যায়। এ বছর মে মাসের পাঁচ তারিখে রুপম ইসলামের আমি তোমায় ভালোবাসি 2 এর মিউজিক ভিডিও ইউটিউবে এ মুক্তি পায়। গানটি শুনলে আপনার মাথায় যা যা ভাবনা আসবে ভিডিও দেখে আপনি হয়তো আর সেই ভাবনায় ফিরে যেতে পারবেন না। যদি জিজ্ঞেস করেন হটাৎ এরম হাটকে কেন? এটাই ইডিয়টস বক্স, গত পাঁচ তারিখ ফেসবুক লাইভ এ আমি তোমায় ভালোবাসি 2 এর মুক্তির সময় রুপম ইসলাম বলেন অন্যরকম কিছু করার মধ্যে তিনি বেশি আনন্দ পান, যেটা একদম আলাদা সেটা করার মধ্যে আনন্দ আছে।ইডিয়টস বক্স এর মূল চালিকা শক্তি এবং একই সাথে আমি তোমায় ভালোবাসি 2 এর পরিচালক শৌভিক ভট্টাচার্য বলেন , ‘ভিডিও টি দেখলেই বুঝতে পারবেন এটা করতে হবে এখন কেন হ্যাসট্যাগ হয়ে গেছে, রুপম দার সাথে কাজ করেছি এটা অনেক পাওয়া । আমরা আরো ভালো কাজ করতে চাই আর আমাদের এটা করে দেখাতেই হবে ‘।
অনেক স্বপ্ন নিয়ে আরো তিনজন হাতে হাত ধরেছে রিপন , সৌরভ, সোহিনী। কিন্তু যাদের কথা তারা বার বার বলেছেন যাদের ছাড়া তারা এতগুলো কাজ সফল করে উঠতে পারতনা তারা গৌরবময় এবং বিশ্বজিৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584