করোনা আবহে পুজোর আগে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

0
50

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনার থাবায় এবছর মৃৎশিল্পীরা ভীষণ ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত কয়েক মাসে একাধিক উৎসবেই প্রায় নিয়মরক্ষার পুজো হয়েছে। ফলে ঘুরে দাঁড়ানোর আশায় দুর্গাপুজোর দিকে তাকিয়ে রয়েছেন মৃৎশিল্পীরা।

Durga pujo preparation | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে । আর বেশি দিন বাকি নেই পুজোর। এই সময়ে নাওয়া-খাওয়ার ফুরসত থাকে না মৃৎশিল্পীদের। রাস্তার ধারে একের পর এক সারি করে প্রতিমা দাঁড় করানো থাকে শুকানোর জন্য।

Durgamurti making | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু এবছর করোনা সেই ছবি পাল্টে দিয়েছে। ফালাকাটার প্রায় সব মৃৎ-কারখানা গুলি যেন থমকে গিয়েছে। এবছর করোনার জেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে শিল্পীদের। পুজো আদতে হবে তো? এখনও বায়নাই হয়নি অর্ধেক ঠাকুরের। নামকরা শিল্পীরা এখন আশঙ্কায় দিন গুনছেন।

আরও পড়ুনঃ করোনায় এক শিক্ষকের মৃত্যুতে মেদিনীপুর শহরে শোকের ছায়া

Aveek Pal | newsfront.co
অভিক পাল মৃৎশিল্পী ৷ নিজস্ব চিত্র

এদিন মৃৎশিল্পী অভিক পাল বলেন, “এবছর বড় কাজ করার সাহস পাচ্ছি না। বায়না এখনও সেভাবে হয়নি। বাইরের শিল্পীরা আসছেন না, ফলে দক্ষ কারিগরের অভাব রয়েছে।” সব মিলিয়ে করোনার কোপে এবার পুজোর চেনা চিত্রটাই বদলে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here