কর্ণাটক থেকে গ্রেফতার তানিয়া ঘনিষ্ঠ ইদ্রিস

0
78

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

কেন্দ্রীয় গোয়েন্দারা বুধবার সকালে বড়সড় সাফল্য পেলেন। বাংলার বাদুরিয়া যোগ থেকে এই সাফল্য উঠে আসে বলে খবর। আজ সকালে কর্নাটক থেকে বাদুরিয়ার ধৃত জঙ্গি তানিয়া পারভিন ঘনিষ্ঠ একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃত এই ব্যক্তির নাম ইদ্রিস নবি।

tania | newsfront.co
ধৃত তানিয়া পারভীন। ফাইল চিত্র

সে লস্কর-ই-তইবার সদস্য ছিল বলে গোয়েন্দা তদন্তে উঠে আসে ইদ্রিসের নাম। জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাদুড়িয়া থেকে লস্কর-ই-তইবা জঙ্গি সন্দেহে ধৃত তানিয়া পারভিনের সঙ্গে তার যোগাযোগ ছিল। তানিয়ার ফোন ঘেঁটে সেই তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা। ধৃতের সঙ্গে আইএসআই-এর যোগসূত্র আছে বলে জানতে পেরেছেন তাঁরা।বাদুড়িয়ার মালেপুর গ্রাম থেকে উনিশে মার্চ গ্রেফতার হয় বছর তেইশের তানিয়া। রাজ্যের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করে তাকে। তানিয়ার ভাই কলেজ ছাত্র। তারা দুই ভাই বোন। বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

আরও পড়ুনঃ কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় লোকাল ট্রেন না চালানোর জন্য পরামর্শ হাইকোর্টের

ক্লাস ইলেভেনে পড়ার সময়ই ডার্ক ওয়েবের ব্যবহার জানতে পারেন তানিয়া। পাশাপাশি তার মধ্যে ধর্মের বিষয়ে উগ্রতা দেখা যায়। প্রত্যেকের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দেয়। স্কুলের গণ্ডি টপকে কলকাতার মৌলানা আজাদ কলেজে পড়াশোনা করত সে। সেখান থেকে সাতষট্টি শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়। পরে ভর্তি হয় স্নাতকোত্তর স্তরে।তানিয়ার কাছ থেকে উদ্ধার হয় একটি ডায়েরি, দু’টি মোবাইল ফোন, দু’টো সিম কার্ড, ছবি ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর।জানা যায়, সে ঘনঘন পাকিস্তানে যোগাযোগ করত।এমনকি তার বিরুদ্ধে হানিট্র্যাপের অভিযোগও ওঠে। পশ্চিম ভারতের সেনাবাহিনীর একজনের সঙ্গে তার চ্যাটের রেকর্ড গোয়েন্দারা পান বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ নির্দেশের পরেও কিভাবে বাজির রমরমা! পুলিশ-প্রশাসনকে ভর্ৎসনা আদালতের

ঘটনার গভীরতা বুঝতে পেরে তানিয়া পারভিনের মামলার তদন্তভার নেয় এনআইএ। পরে তাকে হেপাজতে নেওয়ার পর বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন একজন লিঙ্কম্যানের মাধ্যমে তার সঙ্গে লস্কর-ই-তইবার শীর্ষ নেতাদের যোগাযোগ হত।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১ (এ), ১২০(বি), ১২৪(এ) ধারা ও দেশদ্রোহিতা ( ইউএপিএ)ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে প্রথম চার্জশিট পেশ করেছে তদন্তকারীরা। আজ(বুধবার) কর্নাটক থেকে ধৃত ইদ্রিস নবি সেই লিঙ্কম্যান কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here