শ্যামল রায়, নিউজফ্রন্ট:-
মঙ্গলবার আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ডাকে এক সভা অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরে। সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন দিদি দিল্লিতে গেছেন,বেশি দিন থাকলে “আমরা কলকাতা নিয়ে নেবো”এই বলে কটাক্ষ করেন রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী হয়ে বাংলায় ফিরবেন। 34 টা আসন নিয়ে দিল্লির স্বপ্ন দেখা বৃথা।দরকার 272 টি। তৃতীয় ফ্রন্ট গড়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন দিদি,এই স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে না।
তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হলে তারাও চুপচাপ বসে থাকবে না। বাঁশের লাঠি কেটে রাখার আবেদন জানিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকদের কাছে। ভোট লুট করতে এলেই বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে খাটিয়ায় বাড়ি পাঠাতে হবে বলে নিদেন দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও বলেন যে জোটবদ্ধভাবে শাসকদলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যাতে ভোট লুট না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584