টিকা নিলেই মিলবে পুরস্কার! জারি বিজ্ঞপ্তি

0
99

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ সরে গেলেও দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরার আশঙ্কা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তাই এখন টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। আর সেই করোনা টিকা নিলেই এবার মিলবে পুরস্কার।

Covid vaccine
প্রতীকী চিত্র

জেলা প্রশাসনের তরফে এমনই একটি বিশাল টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে মণিপুরের পশ্চিম ইম্ফলে। ওই শিবির থেকে টিকা নিলেই মিলতে পারে বড় টেলিভিশন, মোবাইল ফোন। থাকছে সান্ত্বনা পুরস্কারও। মণিপুরের পশ্চিম ইম্ফলে এ নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ২৪ অক্টোবরে জিএম হল, ৩১ অক্টোবর পোলো গ্রাউন্ড এবং ৭ নভেম্বর ধর্মশালায় ওই টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে।

শুধু তাই নয়, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৮-ঊর্ধ্বরা ওই টিকাকরণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর ওই বিশাল টিকাকরণ শিবিরে বিজেতাদের লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এই টিকাকরণে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি বড় টেলিভিশন সেট। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মোবাইল ফোন আর তৃতীয় পুরস্কার হিসাবে মিলবে একটি কম্বল। এখানেই শেষ নয়। ওই টিকাকরণ শিবিরে লাকি ড্রয়ে যাঁরা বিজেতা হবেন, তাঁদের পাশাপাশি যাঁরা বিজেতা হবেন না অথচ টিকা নিয়েছেন, তাঁদের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার।

আরও পড়ুনঃ স্পুটনিক ভি’র দেশ রাশিয়ায় একদিনে করোনায় মৃত্যু প্রায় ১০০০, টিকাকরণ মাত্র ২৯% নাগরিকের

মণিপুরের মোট ১৬টি জেলার মধ্যে সবচেয়ে জনবহুল জেলা পশ্চিম ইম্ফল। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ওই জেলায় টিকাকরণে গতি বাড়াতে তৎপর পশ্চিম ইম্ফলের ডেপুটি কমিশনার টিএইচ কিরণকুমার। আর সেই কারণেই জেলা প্রশাসনের তরফে টিকাকরণের জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুনঃ জ্বালানি তেল কেনার জন্য ভারতের কাছে অর্থ সাহায্য চাইল শ্রীলঙ্কা

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, এখনও পর্যন্ত দেশের প্রায় ৯৭ কোটি ২৩ লক্ষ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। আগামী সপ্তাহেই এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকার জোড়া ডোজ পেয়েছেন প্রায় ৩০ শতাংশ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here