নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
নতুন ব্যাংক অ্যাকাউন্ট বা সিম কানেকশন নেওয়ার ক্ষেত্রে যদি উক্ত সংস্থা আধার কার্ড বাধ্যতামূলক বলে দাবি করে তাহলে ওই সংস্থাকে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে পাশাপাশি সংস্থার কর্মীর ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হেফাজত হতেও পারে।
বুধবার শীর্ষ আদালতের নয়া রায়ে আপাতত আধার নিয়ে এমনটাই নির্দেশিকা।সূত্রের খবর, গত সোমবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট অ্যান্ড পিএমএলএ’-তে সংশোধনের প্রস্তাব দিয়েছে।আর সেখানেই এই এক কোটি টাকা জরিমানা ও কারাবাসের শাস্তির কথা উল্লেখ রয়েছে ।
উল্লেখ্য ,এর আগে গত ২৬ শে সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিম কানেকশন নেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে নির্দেশ দিয়েছিল। স্কুল-কলেজে ভরতি,সিবিএসই, নিট, ইউজিসি-র পরীক্ষায় বসার জন্যও আধার বাধ্যতামূলক করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছিল শীর্ষ আদালত । আর এক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে প্যান কার্ডের সঙ্গে আধার-এর সংযুক্তিকরণ থাকলেই চলবে ।নতুন প্যান
কার্ডের আবেদন করতে, আয়কর রিটার্ন ফাইল করতে এবং যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক থাকবে।তবে কোনও কারণে আধার না থাকলে, কাউকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়েছিল শীর্ষ আদালত ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584