নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাত্র এক বছর বাংলা ফুটবলের সদর দফতরে বসেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তারপর দেনার পাহাড় অনেকটা শোধ করেছেন। ধুলো পড়া আইএফএ এখন দেখলে চেনাই যাবে না। পুরো কর্পোরেট মডেল রূপে গড়েছেন আইএফএ-কে। কিন্তু ঘুগুরবাসা যে অনেক রয়েছে।
১৩৭ বছরের একটা পুরোনো সংস্থার নেই কোনো লোগো, নেই রেজিস্ট্রেশন। যে কোনো সময় যে কেউ আইএফএর পুরোনো লোগো নাম ব্যবহার করতে পারত। সেটা জয়দীপ বাবুর নজরে আসতেই নড়ে চরে বসলেন।
তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি অবাক হয়ে যাই। বিশ্বাস হয়নি প্রথম বার। এতদিন কিভাবে চললো !বড়ো কোনো বিপদ হয়নি এটা ভালো খবর। আমি আবেদন করতেই নিজস্ব ট্রেডমার্ক পেয়েছে আইএফএ। কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন করার কাগজ পেয়ে যাবো।‘
আরও পড়ুনঃ আমিরশাহিতেই আইপিএল সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত
এর ফলে কলকাতা লীগ থেকে নার্সারিলীগ সব ম্যাচে থাকবে আইএফএ’র ট্রেডমার্ক দেওয়া বল। এতদিন থাকতো বল সংস্থাকারির লোগো। সত্যি চালিয়ে খেলছেন জয়দীপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584