পিকে’র সঙ্গে মন্নতে বৈঠক করলেন কিং খান

0
108

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিনোদন দুনিয়ায় এক বড় খবর আসতে চলেছে খুব শীঘ্রই। ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে মুম্বইয়ের মন্নতে ডেকে পাঠিয়েছেন শাহরুখ খান। সূত্র মারফত জানা গিয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফে ডাকা হয়েছে তাঁকে।

King khan PK meeting | newsfront.co
শাহরুখ খান, প্রশান্ত কিশোর

সূত্রের খবর, শুক্রবারের সন্ধেতে কিং খানের ‘মন্নত’-এ পৌঁছেছেন পিকে। পিকে-র জীবনকাহিনি নিয়ে নাকি ওয়েবসিরিজ করার পরিকল্পনা করছেন বেতাজ বাদশা। কিন্তু প্রশান্ত কিশোর কি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন? এই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি৷

Mannat | newsfront.co
মুম্বইয়ের মন্নত, সৌজন্যেঃ ফেসবুক

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনই পিকে জানান যে তিনি রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে বিদায় নেবেন। ভোটকৌশলীর কাজ আর তিনি করবেন না। নিজের পেশাগত জীবনটা অন্যভাবে গুছিয়ে নিতে চান তিনি। কিন্তু সেটা কীভাবে তাও জানাননি তিনি স্পষ্টভাবে। তা হলে কি এবার রাজনৈতিক আঙিনা ছেড়ে বিনোদনের দুনিয়ায় প্রবেশ ঘটতে চলেছে তার? সম্ভবত তাই।

আরও পড়ুনঃ নুসরতকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন শ্রীলেখা-তথাগত

তা সে যাই হোক না কেন, মন্নতে কিং খানের সঙ্গে জরুরি বৈঠক নিয়ে নেট নাগরিকদের মধ্যে জল্পনা আর কৌতুহল তুঙ্গে। বাকিটা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here