কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের র‌্যাঙ্কিংয়ে প্রথম আইআইটি মাদ্রাজ, পঞ্চম স্থানে খড়্গপুর

0
52

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অটল র‍্যাঙ্কিং ইনস্টিটিউশনস ইন ইনোটিভেশন অ্যাচিভমেন্টস ২০২০ -এর তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। তালিকায় তার পরের স্থানেই রয়েছে মুম্বই ও দিল্লি আইআইটি। মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই তালিকা প্রকাশ করেন।

iit | newsfront.co
ফাইল চিত্র

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) চতুর্থ স্থানে রয়েছে এবং আইআইটি খড়্গপুরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তালিকার পঞ্চম স্থানে রয়েছে।ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা, উদ্যোগে উন্নতি সাধন, নতুন শিক্ষণ পদ্ধতি, বৌদ্ধিক সম্পদ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যকরণ-সহ অন্যান্য দিকগুলি উৎসাহিত করার বিচারে এই তালিকা তৈরি করা হয় বা র‌্যাঙ্কিং দেওয়া হয়। কেবলমাত্র মহিলাদের জন্য উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীখে শীর্ষ পদটি অর্জন করেছে তামিলনাড়ুর কয়েম্বাটুরের অবিনাশলিঙ্গম ইনস্টিটিউট ফর হোম সায়েন্সেস অ্যান্ড হায়ার এডুকেশন। দ্বিতীয় স্থানে রয়েছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি ফর উইমেন।

বেসরকারি বা স্ব-অর্থায়িত কলেজ বিভাগে, র‌্যাঙ্কে প্রথম স্থানে রয়েছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এস আর ইঞ্জিনিয়ারিং কলেজ। দ্বিতীয় স্থান দখল করেছে নাগপুরের জি এইচ রাইসনি কলেজ অব ইঞ্জিনিয়ারিং।বেসরকারি বা স্বঅর্থায়িত বিশ্ববিদ্যালয় বিভাগে, সেরার শিরোপা পেয়েছে ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। তামিলনাড়ুর এস আর এম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় স্থান এবং ভেলোরের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টির জেরে মধ্য, পশ্চিম ভারতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা, জারি সতর্কতা

সরকারি ও সরকার-অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির বিভাগে শীর্ষ স্থানটি দখল করেছে মুম্বইয়ের ইনস্টিটিউট অফ কেমিক্যাল অ্যান্ড টেকনলজি। পাঞ্জাবের চন্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। চৌধুরী চরণ সিংহ হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।

পুনের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বিভাগে শীর্ষে রয়েছে এবং কর্ণাটকের পিইএস কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে। পরের স্থানে রয়েছে কয়েম্বাটুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। মোট ৭৪৭৪ টি প্রতিষ্ঠান র‌্যাঙ্কিংয়ে অংশ নেয়। উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here