এবার নোট জীবাণুমুক্ত করতে নতুন যন্ত্র আবিষ্কার করল আইআইটি

0
73

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

সমগ্র বিশ্বকে করোনা জাপটে ধরে রেখেছে করোনা ভাইরাস। থাবা বসিয়েছে ভারতেও। কোনওরকমে পাশ কাটিয়ে যাবে ভাবলেও এ রাজ্যও পড়ে গেল করোনার কবলে। করোনার ধাক্কায় টলে গেছে পশ্চিমবঙ্গও।

Sanitized note | newsfront.co
প্রতীকী চিত্র

সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। রাস্তা সাফ রাখতে বেশ কিছু জায়গা স্যানিটাইজও করা হয়েছে ইতিমধ্যেই। এমতাবস্থায় করোনা সংক্রমণ রুখতে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ তথা আইআইটি তৈরি করল এক অভিনব যন্ত্র।

আরও পড়ুনঃ স্ন্যাপচ্যাটের নতুন উদ্যোগ ‘ডোনেশন লেন্স’

এই নতুন যন্ত্র দিয়ে স্যানিটাইজ করা যাবে মুদি সামগ্রী থেকে টাকা। যন্ত্রটির আকৃতি অনেকটা ট্রাঙ্কের মতো। নতুন ওই যন্ত্রকে বাড়ির দরজায় রাখতে হবে। যন্ত্রের অতিবেগুনি জীবাণুনাশক প্রযুক্তির সাহায্যে বাইরে থেকে কিছু আনলে তা স্যানিটাইজ করা যাবে।

আইআইটির গবেষকরা জানান, এই যন্ত্রের দাম পড়বে ৫০০ টাকা। স্যানিটাইজ করতে যন্ত্রটি ৩০ মিনিট সময় নেবে। একবার ব্যবহার করা হলে পরবর্তী ব্যবহারের আগে যন্ত্রটিকে ১০ মিনিটের জন্য কুলিং অফ পিরিয়ডে বিশ্রামে রাখতে হবে।

রাজ্যে এই যন্ত্রের চাহিদা অনেক। শুধু মুদি সামগ্রীই নয় টাকাও জীবাণুমুক্ত কর সম্ভব আইআইটির তৈরি এই নতুন যন্ত্রের সাহায্যে। স্যানিটাইজ করার এই যন্ত্রটি যত দ্রুত সম্ভব বাজারে আনার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে সংক্রমণ কিছুটা হলেও আটকানো সম্ভব বলে মনে করেন গবেষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here