নিজস্ব সংবাদদাতা,মালদহঃবেআইনি অস্ত্র তৈরীর কারখানার হদিশ মিলল মালদা জেলায়। বৃহস্পতিবার বিকেলে পুরাতন মালদার নলডুবি বাগানপাড়ায় জেলা পুলিশের একটি দল উদ্ধার করে কারখানাটি। ঘটনাস্থল থেকে বিহার ও ঝাড়খন্ডের এগারো জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হয়েছে বেশ কিছু অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সহ প্রায় আশি হাজার টাকার জাল নোট। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা ডেপুটি পুলিশ সুপার(আইন শৃঙ্খলা) শ্যামল কুমার মন্ডলের নেতৃত্বে মালদা থানা পুলিশের একটি টিম হানা দেয় নলডুবি বাগানপাড়া গ্রামে একটি বন্ধ বাড়িতে। বাড়ি লাগোয়া একটি বন্ধ ঘরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরীর কাজ। পুলিশ হানা দিয়ে উদ্ধার করে বেআইনি কারখানাটি। ঘটনাস্থল থেকে বিভিন্ন বেআইনি সরঞ্জামসহ গ্রেফতার করা হয় অভিযুক্তদের। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত এগারো জনের মধ্যে নয় জনের বাড়ি বিহারের মুঙ্গের ও বাকি দুই জনের বাড়ি ঝাড়খন্ডে।
কারখানাটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ টি অসম্পূর্ণ নাইন এমএম পিস্তল ও প্রচুর অস্ত্র তৈরীর সরঞ্জাম । ধৃতদের মধ্যে আক্রম আলম নামে এক জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ হাজার টাকার জাল নোট।ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক। জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ জানান, জেলা পুলিশের একটি টিম হানা দিয়ে উদ্ধার করে অস্ত্র কারখানাটির। প্রাথমিক তদন্তে বেশ কিছু সরঞ্জাম সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃত ১১ জনকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584