গৌতম আদানির ছেলে করণ আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

0
102

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আদানি পোর্ট ও এসইজেড-এর সিইও করণ আদানির সঙ্গে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এবারে এলেন তাঁর ছেলে। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও যোগ দেবেন গৌতম আদানি।

Mamata Banerjee meets Karan Adani
করণ আদানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়।

করোনা অতিমারির কারণে বিগত দু’বছর বিজিবিএস আয়োজিত হয়নি রাজ্যে। এই বছর রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে ২০ ও ২১ এপ্রিল আয়োজিত হতে চলেছে দুইদিন ব্যাপী বাণিজ্য সম্মেলন। গত বছর মুম্বাইয়ের শিল্প সম্মেলনে যোগ দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই যান দিল্লিতে এবং বিজিবিএস উদ্বোধন করার জন্য আমন্ত্রন জানিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আরও পড়ুনঃ করোনার প্রথম ঢেউ-এ দেশে আত্মহত্যার পরিসংখ্যান অবশেষে প্রকাশ করলো কেন্দ্র

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিজিবিএস নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এর আগের বাণিজ্য সম্মেলনে দেশী-বিদেশী বেশ কিছু শিল্পপতিরা বাংলায় আসেন এবং সে থেকে কিছু বিনিয়োগও হয় রাজ্যে। এবারে রাজ্য সরকারের লক্ষ্য আরও বড় সম্মেলন এবং আরও বেশী বিনিয়োগ নিয়ে আসা। সে ক্ষেত্রে আদানি গ্রুপ এবং বিশেষ করে আদানি পোর্ট এবং এসইজেড-এর সিইও করণ আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক তাৎপর্‍্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here