তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সরকারি জমি দখল করে তৈরি অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। কিন্তু নির্দেশই সার, তা কখনোই কাজে পরিণত হতে দেখা যায়নি। মুর্শিদাবাদে জেলা জুড়ে সরকারি জমি দখল করে নিশ্চিন্তে চলছে অবৈধ নির্মাণ। অভিযোগ স্থানীয় মানুষ থেকে বিরোধী দলের । অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের দিকে।
স্থানীয় সূত্রে জানাযায় ভগবানগোলার রামবাগ এলাকায় ১ একর সেচ দপ্তরের জায়গা আছে ।সেই জায়গার একাংশের উপরে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি দিনে দুপুরে অবৈধ নির্মাণ করছে। অবৈধ নির্মাণের কথা একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোন সুরাহা হয়নি। লিখিত অভিযোগের পরেও বহাল তবিয়তে চলছে অবৈধ নির্মাণ কাজ।
আরও পড়ুনঃ কাকমারী এবং বাংলাদেশের চারঘাটে স্থলবন্দর খোলার জন্য এবার রাজ্যকে চিঠি অধীরের
অভিযোগকারীদের দাবি শাসক দল ও স্থামীয় প্রশাসনের একাংশের মদতেই দিনে দুপুরে চলছে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ।সেচ দপ্তরের এই জায়গাটি নিকাশির কাজে ব্যবহৃত হতো।এখন অবৈধ নির্মাণ হলে সমস্যায় পড়তে ভাবে ভগবানগোলার রামবাগ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584