নন্দীগ্রামে অস্ত্র কারখানার হদিস, আটক ২

0
178

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সংবাদের শিরোনামে আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ৷ গত কয়েক দিন ধরে এই বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী হবে কিনা তাই নিয়ে আলোচনা চলছে ।

 firearms | newsfront.co
নিজস্ব চিত্র

নন্দীগ্রাম নিয়ে সেই রাজনৈতিক আলোচনার মধ্যেই এখানে একটা লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরীর কারখানার হদিস পেল জেলা পুলিশ ৷মঙ্গলবার ঘটনাটা সামনে আসতেই সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

আরও পড়ুনঃ ফালাকাটায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

যদিও পুলিশের দাবি এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগ নেই ৷ জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের হাজরাকাটার হোসেনপুর এলাকায় দীর্ঘদিনের লেদ কারখানা আছে এই এলাকার বাসিন্দা সেখ হাকিমুদ্দিনের । সেখানেই গোপনে গড়ে উঠেছিল অস্ত্র কারখানা । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে আচমকা অভিযান চালায় সেখানে ।

পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে পুলিশের হাতে কয়েকটি সম্পূর্ণ ও কয়েকটি অসম্পূর্ণ পিস্তল উদ্ধার হয়েছে। এগুলি সেখানে তৈরী হয়েছিল বলে জানা গেছে।এর পরেই লেদ কারখানার মালিক সেখ হাকিমুদ্দিন ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ বৌ আনতে গিয়ে প্রহৃত শ্বশুরবাড়ির লোক

যদিও এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রয়ীন প্রকাশ জানিয়েছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই জেলা জুড়ে আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।এর মধ্যেই নন্দীগ্রামে এই লেদ কারখানায় অস্ত্র তৈরীর খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।

দুই জনকে আটক করে জিজ্ঞসাবাদ শুরু হয়েছে।তবে এর পেছনে রাজনীতির কোন যোগ নেই বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here