মাদারিহাটে বেআইনি আসবাব উদ্ধার

0
107

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

মাদারিহাট এবং নয় মাইলে কাঠের আসবাব পত্রের দোকানে অভিযান চালিয়ে ২৫ লক্ষাধিক মূল্যের কাঠের আসবাবপত্র উদ্ধার করল মাদারিহাট বন কর্মীরা।

illegal furniture rescue | newsfront.co
উদ্ধার হওয়া আসবাব। নিজস্ব চিত্র

বন দপ্তর সূত্রে জানা যায়, মাদারিহাট এবং নয় মাইলে পৃথক ভাবে অভিযান চালিয়ে প্রচুর কাঠের আসবাব পত্র উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা। অভিযান চলে শুক্রবার বিকেলে ।

member of forest department | newsfront.co
খগেশ্বর কার্জি, রেঞ্জার মাদারিহাট বন বিভাগ

আরও পড়ুনঃ বেআইনি টোটো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু মেদিনীপুরে

এ বিষয়ে মাদারিহাট বন দপ্তরের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, “মাদারিহাট, লংকাপাড়া রেঞ্জ যৌথ ভাবে অভিযান চালিয়ে মাদারিহাট ও নয় মাইলের কয়েকটি কাঠের আসবাব দোকান থেকে প্রায় ২৫ লক্ষ টাকার অবৈধ কাঠের আসবাব উদ্ধার করা হয়। তিনি জানান দোকান গুলিতে প্রযোজনীয় কোন বৈধ কাগজ পত্র ছিল না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here