বেআইনি সোনা রাখায় বিপাকে ক্রুণাল

0
53

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

সদ্য আইপিএলের পঞ্চম ট্রফি নিজেদের নামে করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুবাইয়ে আনন্দে ডুবে ছিল গোটা দল। তারপর দুবাইয়ে একদিন কাটিয়েই কয়েকজন ক্রিকেটার ভারতীয় দলের সঙ্গে সিডনির উদ্দেশে রওনা দেন। কিন্তু যারা অস্ট্রেলিয়া সফরের দলে নেই তারা আবার দেশে ফেরার বিমান ধরেন।

krunal pandya | newsfront.co

মুম্বই দলে আছে পান্ডিয়া ব্রাদার্স। ভাই হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ায় যাওয়ার বিমান ধরলেও দাদা ক্রুণাল পান্ডিয়া ফিরেছেন দেশে। আর দেশে নেমেই বিপদের মুখে পড়লেন তিনি।

দুবাই থেকে তার সঙ্গে পাওয়া যায় হিসাব-বহির্ভূত সোনা এবং অন্যান্য দামী সরঞ্জাম থাকার সন্দেহে মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ইন্ডিয়া।

আরও পড়ুনঃ প্রকাশ পেল মোহনবাগানের জার্সি

সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পথে হিসাব-বহির্ভূত সোনা এবং অন্যান্য দামী সরঞ্জাম থাকার সন্দেহে মুম্বই বিমানবন্দরে ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়াকে আটকানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কি উঠে এল জেরায় সেটা যদিও জানা যায়নি।

দল চ্যাম্পিয়ন হলেও এমনিতেই এবারের আইপিএল একেবারেই ভালো কাটেনি ক্রুণালের। ১৬ ম্যাচে করেছেন মাত্র ১০৯ রান। বল হাতে নিয়েছেন মাত্র ছ’উইকেট। ভারতীয় দলেও সুযোগ পাননি তিনি। তার উপর মুম্বইয়ে নেমে বিপাকে পড়লেন তিনি।

ভাই হার্দিক যখন কফি উইথ করন শো তে বিতর্কিত মন্তব্য করেন ক্রুণাল প্রচুর টাকা চ্যারিটিতে দান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here