রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
ফরাক্কা ব্লকের নয়নসুক পঞ্চায়েতের অর্ন্তগত রামরামপুর গ্রামে নদীগর্ভ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি কাটা চলছে বলে অভিযোগ। এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে স্থানীয় তৃণমূল।
আরও পড়ুনঃ বেআইনি মদের কারবার রুখতে তৎপর আবগারি দফতর
ফরাক্কার তৃণমূল ব্লক সভাপতি সেখ ইজারাত আলি জানান, বেশ কিছু দিন ধরে নদী থেকে অবৈধভাবে গাড়ির পর গাড়ি মাটি কেটে নিয়ে যাচ্ছে এলাকার কিছু মাফিয়া।এই মাটি কাটা বন্ধ না হলে আগামী দিনে এই জায়গাটা গর্ত হয়ে যাবে।
আশঙ্কা করা হচ্ছে, বর্ষার সময়ে কুলিদিয়ার ও হোসেনপুর চড়ে যেই ভাবে গঙ্গা ভাঙ্গন হয়েছিল, আজকে যেখানে মাটি কাটা হচ্ছে, সেখানেও একই ভাবে ভাঙন হতে পারে।
নদী থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ফরাক্কা বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584