নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল ডোমকল মহকুমার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। কিছু ক্ষেত্রে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করলেও প্রয়োজনের তুলনায় কিছুই না। স্থানীয় প্রশাসন এবং পুলিশকে জানিয়ে তেমন কোন লাভ হচ্ছে না বলেই দাবি ভুক্তভোগী বাসিন্দাদের।
ডোমকল ব্লকের ভগীরথপুর এলাকার স্থানীয় বাসিন্দারা কিছুদিন আগেই ব্লক প্রশাসন এবং থানায় লিখিত অভিযোগ করার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং বেশ কিছু ট্রাক্টর আটক করে।
একইভাবে জলঙ্গি ব্লকের সাদিখাঁড়দিয়ার এলাকায় ইনাতপুর গ্রামে ব্লক ভূমি সংস্কার আধিকারিক নীলাঞ্জন দাসের নেতৃত্বে ট্রাক্টর আটক করা হয়।
আরও পড়ুনঃ নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের তদন্তে এনআইএ
গতকাল মঙ্গলবার সাদিখাঁড়দিয়ার এলাকারই অপর গ্রাম নছেরপাড়া বিলের মাঠে ব্লক প্রশাসনের আধিকারিকদের একটি দল হঠাৎ হানা দিয়ে একটা ট্রাক্টর আটক করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন। কিন্তু আইনের ফাঁক গলে প্রশাসনিক এই তৎপরতাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাটি মাফিয়াদের কাজ চলছে অনায়াসে।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২ বাড়ি
প্রশাসনিক বাধ্যবাধ্যকতা এবং মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল আমজনতা। ট্রাক্টরের অত্যাচারে রাস্তায় বেরনো দায় হয়ে পড়ছে, পাশের কৃষি জমি থেকে মাটি কেটে নিলে চাষযোগ্য অন্য জমিটির ক্ষেত্রেও তার কুপ্রভাব পড়ছে। কারণ সামান্য বৃষ্টিতেই সেই কৃষিজমিটির ধসে যাওয়ার ভয় থাকছে।
দিন রাত উপেক্ষা করে চলছে মাটি কাটার কাজ। মাটি পরিবহনের জন্য এলাকায় ঢুকছে ট্রাক্টর পাশাপাশি মাটি কাটার জন্য আসছে জেসিবি যারা ফলে গ্রামের রাস্তা হয়ে উঠছে চলাচলের অযোগ্য। ফলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এইভাবে যদি চলতে থাকে তাহলে সমগ্র এলাকাই একদিন পুকুরে পরিণত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584