চোরাই মাল পাচার রুখল এলাকাবাসী

0
45

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

illegal materials rescue | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে হলদি নদীতে চোরাই মাল এনে পাচার করার সময় হাতেনাতে ধরল এলাকাবাসী। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় যে হলদি নদীর তীরে নদী পথে জাহাজ থেকে মাল কাটিং করে এই সমস্ত কারবার করে ছোট ছোট ভুটভুটি এবং ডিঙে আলারা।

illegal materials rescue | newsfront.co
নিজস্ব চিত্র

এইভাবে নদীপথে বাইরের মাল খাদ্যসামগ্রী এবং ইলেকট্রনিক্স দ্রব্য ও সার পাচার হচ্ছে নদী পথ থেকে শহরে। আজ হাতেনাতে ধরে হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় জলপাইয়ের গ্রামের বাসিন্দারা। সামনেই নদীর ধার থেকে জলপথে সার নিয়ে ট্রাকে তুলে বোঝাই করে মাল পাচার করছিল।

আরও পড়ুনঃ অনুমতি ছাড়া করোনা টেস্ট, কাঁকুড়গাছিতে ল্যাবরেটরি সিল

সেই সময় এলাকাবাসীরা জানতে পেরে ট্রাকটিকে আটক করে এবং স্থানীয় থানায় খবর দেয়।ট্রাকের সামনে লেখা ছিল সরকারি মাল সাপ্লাই।ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে ট্রাকটিকে ও ড্রাইভারকে আটক করে। এলাকাবাসীর দাবি যে পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানে এই চোরাপথে মাল পাচার করার পদ্ধতি।

প্রথমত এই গাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া মানে পুলিশ কিছু সময় পরে ঘুষ খেয়ে পুলিশ এই ট্রাক ছেড়ে দিতে পারে। এলাকাবাসী আরও দাবি করেন যে এখানকার প্রধান এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রধান কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here