নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট,চাঁচল,৩০অক্টোবর:
মালদা জেলার চাঁচল২ ব্লকের ধানগাড়া-বিষনপুর হাই মাদ্রাসায় সোমবার নবনির্মিত হোস্টেলের পাশাপাশি মাদ্রাসাতেও তালা ঝুলিয়ে দিলেন এলাকার ক্ষুব্ধ অভিভাবক-বাসিন্দারা।স্থানীয় জমিদাতাদের বাদ দিয়ে উৎকোচ নিয়ে বাইরে থেকে হোস্টেলের রাঁধুনি, নৈশ প্রহরী সহ নয়জন কর্মী নিয়োগ করা হয়েছে এই অভিযোগ তুলে বাসিন্দাদের বিক্ষোভে বানচাল হয়ে গেল সংখ্যালঘু হোস্টেলের উদ্বোধন।ঘটনায় প্রকাশ প্রথমে সকালে হোস্টেলে তালা ঝুলিয়ে দেন বাসিন্দারা। তারপরে দুপুর দুটোয় শিক্ষকদের ভেতরে থাকা অবস্থায় মাদ্রাসাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা বিকেল পাঁচটায় তালা খুললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ সাবদার আলি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগে আমার কোনও ভূমিকা ছিল না। উর্দ্ধতন কর্তৃপক্ষ যা করার করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় মরহুম হাজি ওয়াজেদ আলির দান করা জমিতেই মাদ্রাসা তৈরি হয়েছে। পাশাপাশি পরে সংখ্যালঘু উন্নয়ন তহবিলের প্রায় এক কোটি টাকা খরচে হোস্টেলটিও হয়েছে বাসিন্দাদের দান করা জমিতে। ফলে স্থানীয়দের থেকে হোস্টেলের কর্মী নিয়োগ করতে হবে বলে দাবি তোলা হয়েছিল। এদিন বাসিন্দাদের বিক্ষোভে ভেস্তে যায় হোস্টেলের উদ্বোধন। প্রধান শিক্ষক তার গ্রাম থেকে টাকা নিয়ে নিজের লোকজনকে নিয়োগ করেছেন বলে অভিযোগ তুলে এদিন সকালে প্রথমেই মাদ্রাসার হোস্টেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে উদ্বোধন হয়নি। পরে দুপুর দুটো পর্য়ন্ত প্রধান শিক্ষককে না পেয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এলাকার বাসিন্দা আবু তাহের, এজাজুল হকেরা জানান- প্রধান শিক্ষক নিজের গ্রাম থেকে টাকা নিয়ে কর্মী নিয়োগ করেছেন জানতে পেরেই এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584