মাসির অবৈধ সম্পর্কের বলি নাবালিকা স্কুল পড়ুয়া

0
241

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Death of a minor girl at south 24 pargana
নিজস্ব চিত্র

মাসির অবৈধ সম্পর্ক দেখে ফেলার অপরাধে জীবন দিতে হল নাবালিকা পড়ুয়াকে বলে অভিযোগ।তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে পরিবার সূত্রের দাবী।

Death of a minor girl at south 24 pargana
মৃত রিঙ্কি নস্কর।নিজস্ব চিত্র

মৃত রিঙ্কি নস্কর(১১) দক্ষিন দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।সে বারুইপুর থানার অন্তর্গত দক্ষিন দুর্গাপুরের ধান্যবেড়িয়ায় মামার বাড়িতে থেকে পড়াশুনা করত।দুই দিন নিজের বাড়িতে থেকে গতকাল সন্ধ্যায় মামার বাড়িতে আসে।আজ সকাল দশটার দিকে রিঙ্কির বাবা সমর নস্করকে শ্যালিকা শিপ্রা ময়রা ফোনে জানায় যে,রিঙ্কির শরীর খুব খারাপ এখনই হাসপাতাল নিয়ে যেতে হবে।

সমর বাবু পেশায় মাছ ব্যবসায়ী,তিনি মগরাহাট থানার অন্তর্গত বনসুন্দরিয়ার জলধাপার বাসিন্দা।খবর পেয়ে সমর বাবু তড়িঘড়ি শ্বশুর বাড়ির দিকে রওনা দিতেই দেখেন শিপ্রা দেবী কয়েকজন লোককে সাথে নিয়ে রিঙ্কিকে ভ্যানে করে সমর বাবুর বাড়িতে হাজির এবং জানান যে,রিঙ্কি গলায় দড়ি দিয়ে মারা যায়।

ঘটনাক্রমে সন্দেহ হওয়ায় সমর বাবু দ্রুত মগরাহাট থানায় ফোন করেন।খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ এসে রিঙ্কিকে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন।একইসাথে অভিযুক্ত শিপ্রা ময়রা এবং তার সাথে আসা লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ বারুইপুরে প্যান্টোগ্রাফ ভেঙে বন্ধ রেল,ক্ষুব্ধ যাত্রীরা ভাঙল স্টেশন

Death of a minor girl at south 24 pargana
উত্তম নস্কর,মৃতের কাকা।নিজস্ব চিত্র

অভিযুক্ত শিপ্রা দেবী বিবাহিত হওয়া সত্ত্বেও শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতেই থাকত।সেখানে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।সেই সম্পর্ক দেখে ফেলার বলি হতে হল বলে দাবী মৃত রিঙ্কির আত্মীয় উত্তম নস্করের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here