চলছে অবৈধ বালি উত্তোলন,নির্বিকার প্রশাসন

0
48

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Illegal sand lift silent administration
নিজস্ব চিত্র

দিনের আলোয় শহরের মধ্যে দিয়ে ট্রাক,ডাম্পারে করে পাচার হচ্ছে বালি।নদী থেকে অবাধে বালি পাচারে উদাসীন প্রশাসন।ঘটনা
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরের।যেখানে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে।

Illegal sand lift silent administration
বালি উত্তোলন।নিজস্ব চিত্র

উল্লেখ্য,কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার উপর দিয়ে টাঙন নদী গিয়েছে। গ্রীষ্মকালে নদীতে জল অনেকটাই কমে যায়।নদীর ধার দিয়ে চর পড়ে যায়।নদীর মূল খাতে কম জল থাকে।
সেই জায়গাতেই ট্রাক্টর নামিয়ে দিনে-রাতে বালি তোলা হচ্ছে।নদী থেকে বালি তোলার জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে টেন্ডার ডাকা হয়।তারজন্য নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়।কিন্তু অনেক সময়েই সেসমস্ত নিয়ম-কানুন মানা হয় না বলে অভিযোগ। ফলে নদী থেকে ইচ্ছে মতো বালি তুলে তা বিক্রি করা হয়।

স্থানীয়দের অভিযোগ,উত্তর কৃষ্ণপুর,আড়িয়াচণ্ডী, চাঁদপাড়াঘাট,বোকদুয়ার সহ কয়েকটি জায়গা থেকে ট্রাক্টরে করে নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র।এর ফলে নদীবক্ষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকারি রাজস্বও মার খাচ্ছে। কিন্তু উদাসীন প্রশাসন। বিষয়টি জেলা পরিষদের নজরেও এসেছে।

ভূমি সংস্কার দপ্তরের দাবি, তারা পুলিশকে নিয়ে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে।

আরও পড়ুনঃ কন্যাকে প্রেমিকের সাথে পালাতে সাহায্য করার সন্দেহে কাকার আক্রমণে আহত ভাইপো

স্থানীয়দের অভিযোগ,শুধু নদীবক্ষ থেকে বালি তোলাই নয়,নদীর চড় থেকে মাটিও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব রাস্তা দিয়ে ওসব বালি ও মাটির ট্রাক্টর যাতায়াত করতে সেসব জায়গার রাস্তাঘাট ভেঙে যাচ্ছে।গ্রামে ধুলোবালি উড়ছে।এটা প্রশাসনকে দেখা দরকার নইলে বর্ষার সময়ে নদীর দু’পার ভাঙবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here