সেতু তৈরির কাজে অবৈধভাবে বালি লুঠ, রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এবার সরকারি কাজেও লুঠ করা বালি ব্যবহার করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কেঠিয়া খালে।

এলাকাবাসীদের অভিযোগ জেসিপি মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি। জানা গেছে, ক্ষীরপাই চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর কেঠিয়া নদীতে যে সেতু তৈরি হচ্ছে, সেই সেতু তৈরির কাজে বালি লুট করা হচ্ছিল।

bridge building | newsfront.co
চলছে সেতু নির্মাণের কাজ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘হেলিকাপ্টার’ রাজনীতি নিয়ে মুখ খুললেন ববি কন্যা

অভিযোগ, চন্দ্রকোনা ১ ব্লকের ভূমি উন্নয়ন আধিকারিকের মদতেই চলছে বালি তোলার কাজ। মঙ্গলবার সকালে জেসিপি মেশিন দিয়ে বালি তোলার ছবি ধরা পড়ল ক্যামেরায়। বালি তুলে পাহাড় করে রাখা হয়েছে কেঠিয়া খালের ধারে।

JCP | newsfront.co
জেসিপি দিয়ে বালি তোলা হচ্ছে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিদ্যালয়ে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

খবর পেয়ে মঙ্গলবার সকালে পৌঁছে যান বিএলআরও কৌশিক ঘোষ। তিনি নির্মাণকারী সংস্থার কর্মীর সাথে কথা বলেন। বিএল লআরও স্পষ্টভাবে জানিয়ে দেন, যে বালি স্তুপাকার করে রাখা হয়েছে, সেই পরিমাণ বালি আবার নদীতেই বিছিয়ে দিতে হবে।

Bani Ray | newsfront.co
বাণী রায়, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

কিন্তু প্রশ্ন উঠেছে, যে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে, সেই মেশিন বাজেয়াপ্ত না করে বিএলআরও কীভাবে সেই বালি আবার বিছিয়ে দেওয়ার কথা বলেন।

Kaushik Ghosh | newsfront.co
কৌশিক ঘোষ, বিএলআরও। নিজস্ব চিত্র

ক্ষীরপায়ের এক বালি ব্যবসায়ী বলেন, যে জায়গা থেকে বালি তোলা হচ্ছে সেই জায়গাটি উচ্চ আদালতের বিচারাধীন এবং কোর্টের নির্দেশে বালি তোলার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিএলআরও দফতরের প্রত্যক্ষ মদদেই বালি তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Chandrakona | newsfront.co
চন্দ্রকোনা ১ নং ব্লক। নিজস্ব চিত্র

বিএলআরও কৌশিক বাবু বলেন, সেতু নির্মাণকারী সংস্থার কর্মী জানিয়েছেন সেতু তৈরির জন্য নদীর ড্রেজিং করা হচ্ছে। তিনি নির্মাণকারী সংস্থার কর্মীকে জানিয়ে দিয়েছেন, পুনরায় নদীবক্ষে বালি ফেলার জন্য। অবৈধভাবে একের পর এক জায়গায় এভাবে বালি তোলায় লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here