নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কান্দি মহকুমার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে শিতলাতলা সেতুর নিচ থেকে অবৈধভাবে চলছে বালি তোলার কাজ। কান্দি থেকে বাজারসো, শক্তিপুর সংযুক্তিকারী এই সেতুর অনুমোদন প্রাপ্ত করিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী ২০১২-১৩ অর্থবর্ষে প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থাকাকালীন। কান্দি মাস্টারপ্ল্যানের অন্তর্ভূক্ত এই প্রকল্প, যার জন্য বরাদ্দ হয়েছিল ৪৩৯ কোটি টাকা।

উদ্দেশ্য ছিল যাতে এলাকার মানুষজন ২০-২৫ মিনিটের মধ্যে স্টেশন পৌঁছাতে পারে। যদিও সেতুর কাজ এখনও সম্পূর্ণ হয়নি তবে যাতায়াত শুরু হয়ে গিয়েছে সেতুর উপর দিয়ে। দীর্ঘদিন ধরে চলছে এই বালি তোলার কাজ। এইভাবে চলতে থাকলে সেতুর ভিত আলগা হয়ে যাওয়ার সম্ভবনা থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হতে পারে, এমন আশঙ্কা রয়েছে বলে জানান কান্দির কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান।


আরও পড়ুনঃ কেন্দ্রের মদতেই লাল কেল্লায় বিশৃঙ্খলা, দাবি অধীরের
প্রশাসন এবং আধিকারিকদের চোখে ফাঁকি দিয়ে একপ্রকার অবৈধভাবে কাজ চলছে বলে অভিযোগ। যদিও বিধায়কের মতে প্রশাসনের তত্ত্বাবধানে এবং ওনাদের যোগসাজোসে চলছে এই কাজ। এর আগে অধীর চৌধুরীর নজরে আসায় অভিযোগের ভিত্তিতে বন্ধ হলেও ফের শুরু হয়েছে বালি তোলার কাজ। তাই তিনি প্রশাসনের কাছে অভিযোগ করে অবৈধকাজে রত ব্যক্তিদের আটক করে কাজ বন্ধ করার জন্য বলবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584