বেআইনি বালি পাচার নজরদারিতে তিন কোটির বেশি জরিমানা আদায়

0
124

সুদীপ পাল,বর্ধমানঃ

ভোট মরসুম পরবর্তীতে বেআইনি বালির গাড়ি আটকে জরিমানা আদায় হয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৪৬ হাজার ২৯৫ টাকা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই টাকা সরকারকে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে। গত ছয় মাসে বালির গাড়ি থেকে ১৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।

illegal sand trafficking | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

চলতি বছর জানুয়ারিতে জরিমানা বাবদ ৩ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা আদায় করা হয়। তারপরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ায় বেআইনি বালি নিয়ে যাতায়াত করা গাড়ি ধরতে পুলিশের নজরদারি কম ছিল। কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পরেই ফের প্রশাসন জোরকদমে বিষয়টিতে নজর দেয়। ভোট পর্বের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ায় এপ্রিল এবং মে মাসে বালির বেআইনি গাড়ির ধরার সংখ্যা ছিল ৬৫২ এবং ৩৩০। যার প্রত্যক্ষ প্রভাব দেখা যায় জরিমানা আদায়ে। কিন্তু লোকসভা ভোটের ব্যস্ততা কাটিয়ে ফের নজরদারি শুরু হয়েছে। ব্যাপক নজরদারির ফলে এই অংক ছুঁয়েছে বলে জানা যাচ্ছে।

বর্ষায় জেলায় বালি তোলা বন্ধ করেছে প্রশাসন। আগাম অনুমতি ছাড়া বালি মজুত করে বিক্রি করাও বেআইনি বলে প্রশাসন সমস্ত বালি ঘাটের ইজারাদার জানিয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, গত আর্থিক বছরের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুধু ওভারলোডেড গাড়ি থেকে ১২ কোটি ৭৩ লক্ষ টাকা আদায় করেছিল।

আরও পড়ুনঃ কচুরিপানায় ভর্তি দুর্গাপুর ব্যারেজ নদী, সংস্কার নিয়ে ঠেলাঠেলি

পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ক্রমাগত অভিযান চলছে। ভোটের সময় অভিযান বন্ধ থাকেনি। প্রতিটি থানাকে আরও বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here