অবৈধ মাটি পাচারচক্র সক্রিয় নবদ্বীপে

0
113

শ্যামল রায়,নবদ্বীপঃ

নবদ্বীপ শহর ঘেঁষা গঙ্গা থেকে মাটিকাটা সম্পূর্ণভাবে বেআইনি। ইতিমধ্যে নবদ্বীপ থানার পুলিশ,ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সেই সাথে নবদ্বীপ পৌরসভা ও মাটি পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে।
কিন্তু বুধবার সকাল বেলায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতু নিচে গঙ্গার পাড় থেকে মাটি কাটতে দেখা গেল।এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে বেশ কিছু মানুষ প্রতিদিন গঙ্গার পাড় থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করে এবং নিজেদের বাড়িতেও ভরাট করে রাখে।
যদিও পুলিশ কঠোর ভাবে করা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে কিন্তু এদিন গঙ্গার পাড় থেকে মাটিকাটা দেখে বিস্মিত এলাকার বাসিন্দারা।
দ্রুত পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরেই গৌরাঙ্গ সেতু রোডের নিচে গঙ্গা থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রির অভিযোগ ছিল বিভিন্ন ট্রাকটারের মালিকদের বিরুদ্ধে।এমন কি জেসিপি দিয়েও মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করত বিভিন্ন মালিক।নবদ্বীপ থানার পুলিশ উদ্যোগ গ্রহণ করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সরব হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করে।সেই সাথে একাধিক মাটি ভর্তি ট্রাকটারও আটক করে।তারপর বেশ কিছুদিন মাটিকাটা বন্ধ থাকলেও ফের আবার বুধবার থেকে দেখা গেল গঙ্গার পাড় থেকে বেশ কিছু ব্যাক্তি মাটি কাটছেন।
গঙ্গার পাড় থেকে এবং গঙ্গার মাঝখান থেকে মাটিকাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইনবিরুদ্ধ কাজ তবুও কিছু ব্যাক্তি এই ধরনের কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে যথেষ্ট নজরদারি রয়েছে অভিযোগ পেলেই বেআইনিভাবে মাটি কাটছেন তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফিচার ছবি প্রতীকী।

আরও পড়ুনঃ বানপুর সীমান্তে এককেজি সোনা সহ গ্রেফতার এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here