নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার লটপদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গহুমিকোচা মৌজা, পুঁইজাঙ্গা মৌজা ও লটপদা মৌজায় গত ২৮ নভেম্বর যৌথভাবে পরিদর্শন করে জেলা ও পুলিশ প্রশাসন। দেখা যায়, বেশ কিছু ছোট-বড় বেআইনি পাথর খাদান চলছে সেখানে। কিছু ক্ষেত্রে স্থানীয় লোকেরা অবৈধভাবে পাথর তোলার কাজে জড়িত আবার কোথাও সংগঠিতভাবেই চলছে এইসব বেআইনি খাদান।
পরিদর্শনের প্রায় ৩৬ ঘণ্টা পরে হলেও ভূমি দপ্তরের তরফ থেকে বরাবাজার থানায় দুটি এফআইআর দায়ের করা হয়। গত ২৯ নভেম্বর সন্ধ্যা ৮টা নাগাদ মামলা রুজু হয় ও সাথে সাথেই বরাবাজার থানা তদন্ত শুরু করে। এবং বরাবাজার থানার তৎপরতায় গভীর রাত্রে এই বেআইনিভাবে পাথর তোলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়।
জানা গিয়েছে এই জমিগুলির অধিকাংশই বন দপ্তর ও ভূমি দপ্তরের অধীনস্থ জমি। অথচ অদ্ভুতভাবে বন দপ্তর ও ভূমি দপ্তরের আধিকারিকরা জানেন না যে তাঁদের দপ্তরের অধীনে থাকা এইসব জমিগুলিতে দিনের পর দিন চলছে বেআইনি পাথর তোলার কাজ।
জেলা পুলিশ প্রশাসন কখনো কখনো স্বতপ্রণোদিতভাবেই এই জাতীয় বেআইনি খাদানগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেও সেগুলি আদালতে খুব একটা ফলপ্রসূ হয় না। কারণ আইনি ব্যবস্থা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলির থেকে পারতপক্ষে কোন অভিযোগ আসে না।
আরও পড়ুনঃ কানাডার স্কুলগুলো যেন নির্যাতনের কারখানা! ভয়ংকর তথ্যে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ পুরুলিয়া আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584