সুদীপ পাল, বর্ধমানঃ
দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন টিকিট পেতে অনেকেই রেলের নিজস্ব কাউন্টারের লাইনে না দাঁড়িয়ে ই-টিকিটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেন।
কিন্তু অবৈধ ই-টিকিটের রমরমা ব্যবসা চলছে অনেকদিন ধরে আসানসোল, কুলটি এলাকায়। সম্প্রতি বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আসানসোল ডিভিশনে অবৈধ ই-টিকিট কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
কিভাবে এই অবৈধ ই-টিকিটের ব্যবসা হয়, সে সম্পর্কে জানা গিয়েছে, প্রথমে ভুয়ো নামে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়। সেইসব অ্যাকাউন্ট থেকে নানা ট্রেনের সংরক্ষিত টিকিট কেটে রাখা হয়।
কোন সময় কোন ট্রেনের টিকিটের চাহিদা কেমন অবৈধ কারবারিরা ভালোভাবেই জানে। সেই হিসেবে টিকিট কাটার মাত্রা বাড়িয়ে দেয় তারা।
আরও পড়ুনঃ প্রলোভন দেখিয়ে নারী বিক্রির অভিযোগ যুবকের বিরুদ্ধে
টিকিট না পেয়ে কোনও যাত্রী তাদের কাছে গেলে বহুদিন আগে থেকে কেটে রাখা টিকিট যাত্রীর হাতে তুলে দেওয়া হয় মোটা টাকার বিনিময়ে। কিন্তু যাত্রী বিপাকে পড়েন তখন, যখন ট্রেনের টিকিটের নামের সাথে যাত্রীর পরিচয় পত্র মেলে না।
জানা যাচ্ছে, এই রকম বেশ কিছু টিকিট দুর্গাপুর অন্ডাল এলাকার সাইবার ক্যাফে থেকে কাটা হয়েছে। আসানসোল ডিভিশনে আরপিএফ-এর সিনিয়র সিকিউরিটি কমিশনার চন্দ্রমোহন মিশ্র বলেন, ডিভিশন জুড়ে অভিযান চালানো হচ্ছে।
এর আগে আসানসোলের শ্রীপল্লী, বার্নপুর বাজার এলাকায় এই ধরনের অসাধু ই-টিকিট কারবারিদের খোঁজ মিলেছিল। ফের অভিযান করে এই অবৈধ কারবার সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছে রেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584