সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তা সম্প্রসারণ করার নাম করে অতিরিক্ত গাছ কেটে নেওয়া হচ্ছে।এমনই অভিযোগ করে দামোদর ক্যানেল ডিভিশনের সেচ কর্তা জয়ন্ত কুমার কোলে বিডিও সুব্রত মল্লিককে সরাসরি চিঠি লিখলেন। চিঠি পেয়ে বিডিও পূর্ত দপ্তরকে গাছকাটা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
দীর্ঘদিন ধরে বেহাল তারকেশ্বর-মেমারি রাস্তা।সেই রাস্তা সংস্কারের জন্য দায়িত্ব নিয়েছে পূর্ত দফতরের বর্ধমান ডিভিশন (২)। অভিযোগ এই রাস্তার উপরে জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর থেকে চৌবেড়িয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে রাস্তার পাশের গাছগুলির সাথে রাস্তা থেকে কিছুটা দূরে সেচ খালের পাড়ের গাছগুলোও কেটে নেওয়া হচ্ছে।সেচ দফতরের দাবি,গত দু’মাসে ষাটের উপর গাছ কাটা হয়েছে। জামালপুরের বিধায়ক সমর হাজরা দাবি করেন,রাস্তা নির্মাণ ও গাছ কাটা নিয়ে যে অস্বচ্ছতা দেখা যাচ্ছে তা তিনি বিধানসভায় তুলেছিলেন।পূর্ত দফতর এবং ব্লক দফতর সূত্রে জানা যায়, রাস্তার ধারে এই গাছগুলো লাগিয়েছিল স্বনির্ভর গোষ্ঠী। বিডিও বলেন বিএলএলআরওকে তদন্ত করে বিষয়টি নিয়ে বিশদ রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির পতাকা খুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584