নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পশ্চিম মেদিনীপুর জেলার আমশোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামরমারা পূর্ব সংসদ-এর বাসিন্দাদের অভিযোগ পিডব্লিউডি-র জায়গা থেকে ৭ টি তালগাছ এবং বনদপ্তরের জায়গা থেকে ২৫টি আকাশমণি গাছ কেটে নিয়ে অবৈধ ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই অবৈধ ভাবে গাছ কাটা ও বিক্রির জন্য সরাসরি অভিযোগ তুলেছেন সংসদের হিমাংশু নায়েক, আমশোল অঞ্চল কমিটির সদস্য মানিক ঘোষ ও লালজি মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে যথাযথ প্রতিবিধানের আবেদন জানিয়েছেন।
আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছর পরে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভালো রকম সাড়া মাওবাদীদের ডাকা বনধে
মুখ্যমন্ত্রী ও জেলা শাসককে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছেন, অবৈধ ভাবে গাছ কাটা ও বিক্রির প্রতিবাদ করায় অভিযুক্তরা তাঁদের প্রাণে মেরে ফেলার ও এলাকা ছাড়া করার হুমকি দেয়। এবং সর্বোপরি স্থানীয় বনদপ্তর ও স্থানীয় প্রশাসনকে অভিযোগ করা হলে কোন রকম সহযোগিতা তাঁরা পাননি। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এই ঘটনার যাতে সঠিক তদন্ত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584