আমশোল গ্রাম পঞ্চায়েতের সামরমারা এলাকায় অবৈধভাবে গাছ বিক্রির প্রতিবাদ স্থানীয়দের

0
289

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পশ্চিম মেদিনীপুর জেলার আমশোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামরমারা পূর্ব সংসদ-এর বাসিন্দাদের অভিযোগ পিডব্লিউডি-র জায়গা থেকে ৭ টি তালগাছ এবং বনদপ্তরের জায়গা থেকে ২৫টি আকাশমণি গাছ কেটে নিয়ে অবৈধ ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে।

complain letter of locals of amshol gp
নিজস্ব চিত্র

 

স্থানীয় বাসিন্দারা এই অবৈধ ভাবে গাছ কাটা ও বিক্রির জন্য সরাসরি অভিযোগ তুলেছেন সংসদের হিমাংশু নায়েক, আমশোল অঞ্চল কমিটির সদস্য মানিক ঘোষ ও লালজি মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে যথাযথ প্রতিবিধানের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছর পরে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভালো রকম সাড়া মাওবাদীদের ডাকা বনধে

 মুখ্যমন্ত্রী ও জেলা শাসককে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছেন, অবৈধ ভাবে গাছ কাটা ও বিক্রির প্রতিবাদ করায় অভিযুক্তরা তাঁদের প্রাণে মেরে ফেলার ও এলাকা ছাড়া করার হুমকি দেয়। এবং সর্বোপরি স্থানীয় বনদপ্তর ও স্থানীয় প্রশাসনকে অভিযোগ করা হলে কোন রকম সহযোগিতা তাঁরা পাননি। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এই ঘটনার যাতে সঠিক তদন্ত করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here