নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অবৈধ মদ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন আবগারি বিভাগের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের বারোবিশার লস্করপাড়া এলাকায়।
অসম-বাংলা সীমান্তের বারোবিশা এলাকায় অবৈধ মদ উদ্ধার করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আবগারি দফতরের আধিকারিক-সহ কর্মীরা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ বারোবিশা আবগারি দফতর থেকে ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে কয়েকজন আবগারি কর্মী অবৈধ অসম মদ উদ্ধার করতে লস্করপাড়ার জনৈক প্রফুল্ল দাসের বাড়িতে হানা দেয়। তার বাড়িতে খুঁজে পাওয়া যায় অসম থেকে চোরা পথে নিয়ে আসা প্রচুর মদ।
আরও পড়ুনঃ বাইরে কাজ করতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত দুই যুবক
সেই মদ উদ্ধার করে আনার সময় তাদের ঘিরে ধরে প্রফুল্ল দাস ও তার বাড়ির লোকজন। এমনকি লোহার রড ও শাবল দিয়ে হামলা চালায় বলে অভিযোগও উঠেছে। ওই অতর্কিত হামলা থেকে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে আবগারি দফতরের কর্মীরা।
আবগারি কর্মীদের মধ্যে দুজন গুরুতর জখম হয়েছেন। দু’জনের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। জখম আবগারি কর্মীদের প্রথমে কামাখ্যাগুড়ি প্রাথমিক হাসপাতাল, পরে সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584