আবগারি দফতরের তৎপরতায় প্রচুর চোলাই মদ উদ্ধার

0
41

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ইসলামপুরে প্রচুর পরিমাণে দেশি চোলাই মদ উদ্ধার করল আবগারি দফতরের কর্মীরা।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত নটা নাগাদ ডোমকল সার্কেলের আবগারি দফতরের ওসি মহম্মদ মাসুদ আক্তারের নেতৃত্বে বিশেষ বাহিনী ইসলামপুর থানার অন্তর্গত গোয়াসের বিভিন্ন এলাকায় অতর্কিত অভিযান চালায়।

wine | newsfront.co
নিজস্ব চিত্র

এই অভিযান চলাকালীন রানীনগর ১ ব্লকের বেশ কয়েকটি বাড়ি থেকে সদ্য তৈরি প্রচুর পরিমাণ চোলাই মদ উদ্ধার করে নষ্ট করা হয়। আবগারি দফতরের অভিযানের খবর পেয়ে উনুনের উপর চোলাই মদ তৈরি সামগ্রী ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোলাই প্রস্তুতকারীরা। উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী।

আরও পড়ুনঃ সালারে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ডোমকল সার্কেলের আবগারি দফতরের ওসি মোঃ মাসুদ আক্তার জানান, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে, গোয়াসের বিভিন্ন এলাকায় গোপনে বাড়ির ভিতর রাতের অন্ধকারে চোলাই মদ তৈরি হয়। সেই মতো আবগারি দফতরের এক বিশেষ বাহিনী এদিন অতর্কিত অভিযান চালায়।

বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ ও চোলাই মদ তৈরীর বিভিন্ন সামগ্রী। যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীকালেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবগারি দফতরের ওসি মাসুদ আক্তার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here