নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা ট্রাক আটক করে পুলিশ। এবং সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। এরপর ওই ভুট্টা বোঝাই ট্রাক থেকে উদ্ধার প্রচুর পরিমাণে মদ।
এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সাজেব ও মহম্মদ নাজিব।দুজনেই উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা।
আরও পড়ুনঃ একদিনে করোনা আক্রান্ত ৮৫, নড়েচড়ে বসল প্রশাসন
পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ট্রাক থেকে উদ্ধার হওয়া মদ অরুণাচল থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584