সুদীপ পাল,বর্ধমানঃ
জঙ্গল থেকে নিয়মিত মোরাম চুরি হচ্ছে।আর তার জেরেই ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ থেকে জনজীবন।পশ্চিম বর্ধমানের দেবশালা পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় নিয়মিত মোরাম চুরি হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ করছেন।তাঁদের অভিযোগ,একদল অসাধু ব্যবসায়ী প্রত্যেকদিনই গভীর জঙ্গল থেকে মোরাম এনে নিয়মিত নিয়ে যাচ্ছে।রাতের অন্ধকার শুধু নয় দিনের আলোতেও চলছে এই চুরির রমরমা।সাধারণত যে যন্ত্র দিয়ে মাটি কাটা হয় এক্ষেত্রে সেই রকমই যন্ত্রের সাহায্যে অবৈধ ব্যবসায়ীরা মোরাম কাটছে।
স্থানীয় মানুষের অভিযোগ,মাটি কাটার যন্ত্র দিয়ে মোরাম তোলা হচ্ছে ফলে জঙ্গলের মধ্যে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে।তার জেরে গাছের শিকড় আলগা হয়ে যাচ্ছে এবং গাছ পড়ে যাচ্ছে।অসাধু ব্যবসায়ীরা তাদের এই অবৈধ ব্যবসার ফলে একদিকে যেরকম পরিবেশের ব্যাপক ক্ষতি করছে অন্যদিকে সরকারের কোষাগারে এই ব্যবসা থেকে কোন টাকা যাচ্ছে না।পুরো টাকাটাই চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের পকেটে।বনদপ্তরের পানাগড় রেঞ্জ অফিস বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584