নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
কালীপুজোর আগে বিশেষ অভিযান চালিয়ে মালদা শহরের দুটি বাজার থেকে বিপুল পরিমানে নিষিদ্ধ শব্দবাজি আটক করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া শব্দবাজিগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। কালী পূজা পর্যন্ত বেআইনি শব্দবাজি এবং জুয়ার ঠেকের বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালাবে বলে জানান পুলিশ সুপার অলোক রাজরিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মালদা শহরের নেতাজির পুরো মার্কেট এবং চিত্তরঞ্জন পুরো মার্কেটে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। সেই দুটি বাজার এলাকা থেকেই কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজিগুলি উদ্ধার করেছে পুলিশ। যদিও এই ঘটনার আগাম আঁচ পেয়ে দোকানিরা আগেভাগে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
এদিন প্রায় ৩০ কিলো বেআইনি শব্দবাজি উদ্ধার হয়েছে। ১০ টি বস্তা করে সেই শব্দবাজিগুলি আটক করে নিয়েছে তদন্তকারী পুলিশ অফিসারেরা। উদ্ধার হওয়া শব্দবাজির বর্তমান বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা।
আরও পড়ুনঃ অবৈধ খাদান রুখতে ইসিএল-এর খনন প্রহরী অ্যাপ
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ লক্ষাধিক টাকা মূল্যের ৩০ কিলো নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে। মালদা শহরের চিত্তরঞ্জন পুরো মার্কেট এবং নেতাজি পুরো বাজার এলাকায় অভিযান চালানো হয়। তাতেই ওই বেআইনি শব্দবাজিগুলি কয়েকটি দোকান থেকে উদ্ধার হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584